
টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এসএসসি পরীক্ষার্থী মো. মেহেদী হাসান (১৬)।
তিনি ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের পলানবাড়ি গ্রামের বাসিন্দা এবং কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
জানা যায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মেহেদী হাসান মোটরসাইকেলযোগে দেওপাড়া থেকে কালিহাতীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পুরবাসিন্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হন এ যুবক। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দা মো. শামীম আল মামুন জানান, মেহেদী হাসান ছিলেন অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের। তার অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষক এবং সহপাঠীরা শোকে মুহ্যমান।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁঞা বলেন, "ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর