
বান্দরবানের লামায় অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।
গ্রেফতারকৃতরা হলেন, থানচি উপজেলার রেমাক্রি এলাকার শিমন ত্রিপুরা নয়ন, রোয়াংছড়ি উপজেলার সাজু ত্রিপুরার দুই ছেলে জেকসন ত্রিপুরা ও প্রশান্ত ত্রিপুরা এবং লামার গজালিয়া এলাকার খবি চন্দ্র ত্রিপুরার ছেলে জয়ন্ত ত্রিপুরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৪ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি লামার সরই ইউনিয়নে দুই দফায় ১৪ জনকে এবং ১৬ ফেব্রুয়ারি ফাসিয়াখালি ইউনিয়নের ২৬ জন রাবার বাগান শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ অভিযানে নামে এবং বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) লামা ও বান্দরবান সদরের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর