
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষা সফরের যাওয়ার সময় গাছের ধাক্কায় অষ্টম শ্রেণীর রাশেদুল ইসলাম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সোনাকান্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাশেদুল সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমান সিদ্দিক এর পুত্র বলে জানাগেছে।
স্থানীয় ও শিক্ষার্থীদের সূত্রে জানাগেছে, উপজেলার ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গাজীপুর সাফারী পার্কে শিক্ষা সফরে যাচ্ছিল। শিক্ষা সফরের চলন্ত বাসের জানালাদিয়ে মাথা বের করলে সোনাকান্দর এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে শিক্ষার্থীর মাথা গুরুতর আহত হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর