
মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। পরে ধারালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এ সময় পাহারাদারের গলায় ছুরি ধরে হাত ও পায়ে ছুরিকাঘাত করলে তিনি আহত হয়। ঘটনাটি ঘটে কক্সবাজারের চকরিয়া থানা ভবনের মাত্র ৩০ গজ অদূরে এক প্রবাসীর বাড়িতে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৩টার দিকে চকরিয়া পৌরসভার বাটাখালী হিন্দুপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, প্রবাসী শ্রীমন্ত দাশের পৈতৃক বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। সম্প্রতি তারা চকরিয়া পৌরসভার বাটাখালী হিন্দুপাড়ায় জমি কিনে বহুতল ভবন নির্মাণ শুরু করে। ভবন নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। নিচতলায় প্রবাসীর স্ত্রী, সন্তান বাস করতেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, প্রাথমিক তদন্তকালে ওই বাড়ির পাহারাদারকে গলায় ছুরি ধরে জিম্মির পর হাতে ও পায়ে ছুরিকাঘাতে আহত করার চিহ্ন দেখা গেছে।
প্রবাসীর স্ত্রী রুবি দাশ ও মেয়ে সুপ্ত দাশ জানান, ডাকাতরা ঘরের আলমারিতে থাকা ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা একটি রুপার অলংকারসহ অন্তত ৬ লাখ টাকার মালামাল লুট করেছে।
শনিবার বিকাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এ ঘটনায় পুলিশের একাধিক টিমকে অভিযানে নামানো হয়েছে। অভিযুক্ত মুখোশ পরিহিত ডাকাতদের শনাক্তপূর্বক গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, থানা থেকে ৩০ গজ দুরে অবস্থান এই বাড়ীটির। এ স্থানটি যদি নিরাপদ স্থান না হয়ে থাকে-তাহলে উপজেলায় কথাও নিরাপদ স্থান নেই বলে মন্তব্য করেন স্থানীয় লোকজন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর