• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • শেষ আপডেট ২৭ মিনিট পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪১ দুপুর
bd24live style=

সভাপতি-সম্পাদকসহ ৯ পদে বিএনপিপন্থীরা জয়ী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের ৯টিতে বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে সভাপতি হয়েছেন বিএনপিপন্থি আইনজীবী ছৈয়দ আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তাওহীদুল আনোয়ার।

এতে জামায়াত ইসলামী সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী-মুহাম্মদ নুরুল ইসলাম প্যানেল ছয়টি পদে জয় পায়। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে আ.লীগের দুই প্রার্থী বিজয়ী হয়েছন। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৩টায়। এরপর ভোট গণনা শেষে রাত ১০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। 

এই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছৈয়দ আলম পেয়েছেন ৪৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী সমর্থিত ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট এ.কে.এম শাহজালাল চৌধুরী পেয়েছেন ৩৪৪  ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার পেয়েছেন ৩৭২ ভোট। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার পেয়েছেন ২৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৯৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট মুহাম্মদ নুরুল ইসলাম। 

এছাড়া, সিনিয়র সহ সভাপতি পদে বিজয়ী ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী পেয়েছেন ৪১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের-২ পেয়েছেন ৩৮৬ ভোট। সহ সভাপতি পদে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ পেয়েছেন ৪৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ জাফর উল্লাহ ইসলামাবাদী পেয়েছেন ৩১০ ভোট। 

সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট মো. মনির উদ্দিন পেয়েছেন ৪৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট এস. এম জসিম উদ্দিন পেয়েছেন ৩২৯ ভোট। সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট এ.বি.এম মহী উদ্দিন পেয়েছেন ৩৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট মো. মনজুর আলম পেয়েছেন ২৭৭ ভোট। একই পদে ২০২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট কুতুব উদ্দিন। 

পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সাকো আলম পেয়েছেন ৪৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী বুলু পেয়েছেন ২০৬ ভোট। একই পদে ১৮৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট নুর মোহাম্মদ। 

আপ্যায়ন সম্পাদক পদে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহিম পেয়েছেন ৪৪২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক পেয়েছেন ৩৩১ ভোট। 

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট মো: সাজিদ আবেদীন পেয়েছেন ৩২১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ছৈয়দ হোছন পেয়েছেন ভোট। একই পদে ২২৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট মো. শওকত আলম-১।

সিনিয়র নির্বাহী সদস্যের ৪টি পদে ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী ৫০৮ ভোট, অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোছাইন ৪৬০ ভোট, অ্যাডভোকেট সব্বির আহমদ ৪৩৫ ভোট এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট এস.এম. নুরুল ইসলাম ৩৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিনিয়র নির্বাহী সদস্য পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট ওসমান সরওয়ার আলম শাহীন পেয়েছেন ৩৪২ ভোট।

নির্বাহী সদস্যের ৪টি পদে ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট আকতারুর রহমান ছোটন ৬০১ ভোট, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ এজাজুল হক খোকন ৫৪৪ ভোট, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ৪৮৪ ভোট এবং ল'ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট মুহাম্মদ আতাউল্লাহ ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

সমিতির ৯১৮ জন ভোটারের মধ্যে কাস্ট হয়েছে মোট ৮৬৭ ভোট। এরমধ্যে, কক্সবাজার আইনজীবী সমিতি ভবন কেন্দ্রে ৮৩৭ ভোটের মধ্যে ৭৮৬ ভোট এবং চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে ৮১ ভোটের মধ্যে ৮১ ভোটই কাস্ট হয়েছে। সমিতির কার্যনিবাহী কমিটির ১৭টি পদে এবার মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামী সমর্থিত আইনজীবীরা দীর্ঘদিন ধরে ১৭টি পদে ঐক্যবদ্ধ হয়ে যৌথভাবে নিয়মিত প্যানেল দিতো। দীর্ঘদিনের এই রেওয়াজ ভেঙে বিএনপি এবং জামায়াত ইসলামী সমর্থিত আইনজীবীরা ১৭টি পদে এবারই পৃথক ২টি প্যানেলে নির্বাচন করছেন।

অপরদিকে, আওয়ামী লীগ ও বিগত হাসিনা সরকারের আশীর্বাদপুষ্ট রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ কোন প্যানেল দেয়নি। বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ সমর্থিত ৩জন আইনজীবী বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছেন। এছাড়া এবি পার্টি থেকে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অ্যাডভোকেট গোলাম ফারুক খান কায়সার নির্বাচন করেছেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ বাকের, সহকারী প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা, অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ ফেরদাউস, কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল হক, অ্যাডভোকেট মোস্তাক আহমদ-৪, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট নুর আহমদ-২, অ্যাডভোকেট আবু ছিদ্দিক, অ্যাডভোকেট তাপস রক্ষিত এবং অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজ উল্লাহ সহ ১১ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন সমিতির নির্বাচন পরিচালনা করেছেন। কমিশনার অ্যাডভোকেট মোস্তাক আহমদ-৪ এবং কমিশনার অ্যাডভোকেট নুর আহমদ-২ চকরিয়া ভোট কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্ব পালন করেছেন। 

১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচিত ১৭জনের কার্যকরী কমিটিতে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি থেকে একজন করে মোট ৩ জন প্রতিনিধি কো-অপ্ট করা হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরী কমিটির মোট ১৭টি পদের মধ্যে বিএনপি, জামায়াত সমর্থিত যৌথ প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতিসহ মোট ১৪টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল সিনিয়র সহ সভাপতি, ২টি সদস্য সহ মাত্র ৩টি পদে জয়লাভ করেছিল।

মুনতাসির/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
ইমেইলঃ office.bd24live@gmail.com