
চট্টগ্রামের হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় গৃহ বিবাদের জেরে স্বামীর প্রাণ নিয়েছেন এক স্ত্রী। হত্যার অভিযোগে নিহতের স্ত্রী নুর জাহান (২৩)-কে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাত ২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন (৩৬) নোয়াখালীর সোনাইমুরী থানার মতি অলম বাজার এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ০৬ নম্বর লেইনের হাজী রফিক সাহেবের বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আলাউদ্দিন একাধিক বিয়ে করেছেন। সম্প্রতি তিনি পঞ্চম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি নিয়ে চতুর্থ স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। সবশেষ শনিবার দিবাগত রাতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নূর জাহান তার স্বামী আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশমার (জনসংযোগ) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। একইসময় ঘটনাস্থলে থাকা আসামি নুর জাহানকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর