
নড়াইলে ৭০০ গ্রাম গাঁজাসহ লাল চাঁন (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা খেয়াঘাট ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে যশোর জেলার বাঘারপাড়া থানার ধলগ্রামের মফিজুর মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই মো. টিটু আলী ও এসআই শেখ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজ রবিবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে নড়াইল সদর থানার মাইজপাড়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামস্থ খেয়াঘাট ব্রিজের উত্তর পাশে তিন রাস্তার মোড়ের উপর থেকে লাল চাঁনকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ৭০০গ্রাম গাঁজা জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদারা খান (পিপিএম) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, এ সংক্রান্ত নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর