
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রকাশনা সম্পাদক লুৎফুজ্জামান বাবর বলেছেন, আওয়ামীলীগ সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়ার জন্য আমার উপর নির্যাতন করেছে কিন্তু আমি মিথ্যা সাক্ষী দেইনি। এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, তাই সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেন বিএনপির সাবেক প্রভাবশালী এই প্রতিমন্ত্রী। রোববার বিকেলে নেত্রকোনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।
নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা: আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আরিফা জেসমিন নাহীন, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু সহ অন্যরা।
এ সময় তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের ছাত্রজনতা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। এই আওয়ামীলীগ সরকারের সময় দেশের মানুষের কোনো নিরাপত্তা ছিল না। দেশের মানুষ ও বিএনপির নেতা-কর্মীদের উপর অমানুষিক নির্যাতন করা হয়েছিল। তিনি আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় নেত্রকোনা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে দলীয় নেতা-কর্মী ছাড়াও হাজারো ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর