
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যৌনকর্মীকে দিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বিএনপি নেতা আব্দুল লতিফকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। তিনি ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার আনেহলা ইউনিয়নের খাঁয়েরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে যৌনকর্মী ভাড়া করে এনে দেহ ব্যবসা পরিচালনা করছিলেন আব্দুল লতিফ।
সন্দেহ হলে স্থানীয়রা নজরদারি শুরু করে এবং ওইদিন আপত্তিকর অবস্থায় তাকে একটি বাড়িতে আটক করে। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তিনি পালিয়ে যান, কিন্তু দুই যৌনকর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনার পর ঘাটাইল উপজেলা বিএনপি সভাপতি সিরাজুল হক ছানা ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার কারণে আব্দুল লতিফকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।’
স্থানীয় বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আলী জানান, এলাকাবাসী লতিফ মেম্বারকে হাতেনাতে আটক করলেও তিনি পালিয়ে যান। আটক দুই নারী প্রকাশ্যে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে, অভিযুক্ত আব্দুল লতিফের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। স্থানীয় কিছু ব্যক্তি শত্রুতাবশত আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ‘স্থানীয়রা দুই নারীকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, ‘দলের নাম ভাঙিয়ে অনৈতিক কার্যকলাপ করার কোনো সুযোগ নেই। এমন কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে যেকোনো পর্যায়ের নেতার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর