
ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য তহবিল দেয়ার অভিযোগে আবারওয় ইউএসএআইডি’র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক থেকে ভারত উপকৃত হওয়ার পরও কেন তাদের সহায়তা দেয়া হয়েছে, সেই প্রশ্নও রাখেন ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) ভাষণ দেয়ার সময় এসব কথা বলেন ট্রাম্প। খবর এনডিটিভি’র।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভারতকে নির্বাচনে সাহায্য করার জন্য ১৮ মিলিয়ন ডলার! কেন? আমরা নির্বাচনের জন্য ভারতকে টাকা দিচ্ছি। তাদের টাকার দরকার নেই।’
তবে ট্রাম্পের উল্লেখ করা ১৮ মিলিয়ন সংখ্যাটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। কারণ, ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের মাধ্যমে মার্কিন সরকারের একটি পূর্ববর্তী প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য ২১ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল।
ট্রাম্প আরও বলেন, তারা (ভারত) আমাদের কাছ থেকে অনেক সুবিধা নেয়। বিশ্বের সর্বোচ্চ শুল্কযুক্ত দেশগুলোর মধ্যে একটি (ভারত)। আমরা কিছু বিক্রি করার চেষ্টা করি। তাদের ২০০ শতাংশ ট্যারিফ রয়েছে। এবং তারপরও আমরা তাদের নির্বাচনে সাহায্য করার জন্য প্রচুর অর্থ দিচ্ছি।
তবে এর আগে, শনিবার (২২ ফেব্রুয়ারি) দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ইউএসএআইডি’র অনুদান প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের এই অনুদান সংস্থাকে সরল বিশ্বাসে কাজ করতে দেয়া হয়েছিল। কিন্তু এখন তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বক্তব্য উদ্বেগজনক।
জয়শঙ্কর আরও বলেন, ‘ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কিছু তথ্য প্রকাশ করেছেন এবং অবশ্যই তা উদ্বেগের। আমার মনে হয়, একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি তৈরির জন্য কিছু মানুষ সক্রিয় হয়ে উঠেছেন। একটি দেশের ক্ষমতাসীন সরকার হিসেবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সত্য ঘটনা প্রকাশ্যে আসবেই।’
শাকিল/সাএ
সর্বশেষ খবর