
সাভারে তৈরি পোশাক কারখানার ফেব্রিক্স এর গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিভাতে কাজ শুরু করেছেন সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের পাশে পাকিজা ডাইং এন্ড নিটিং কারখানার ওই ফেব্রিক্সের গোডাউনে ভয়াবহ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই কারখানার ফেব্রিক্স এর গোডাউনে সকালে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন জ্বলছে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর