
নড়াইলের লোহাগড়ায় মানবপাচার মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি মো.আসিকুর রহমান শান্তকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জেলার কালিয়া থানার পেড়লী বাজার থেকে তাকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। সাজাপ্রাপ্ত আসামি আসিকুর রহমান শান্ত লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের আবু তালেব শেখের ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই আব্দুর শুকুর, এসআই আমিরুজ্জামান ও এএসআই মুস্তাকিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রবিবার রাত ১০টা ৩৫মিনিটের দিকে জেলার কালিয়া থানার পেড়লী বাজার থেকে আসিকুর রহমান শান্তকে গ্রেফতার করে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর