
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মো: শহীদুল ইসলাম।সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: শেখ গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে এক অফিস আদেশও দেয়া হয়েছে।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা মোতাবেক উক্ত বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম-কে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য আইন বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।
অফিস আদেশে আরও বলা হয়, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এবং এই আদেশ ২৫ ফেব্রুয়ারি তারিখ থেকে কার্যকর হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর