
আল্লাহ ও রাসূল (সা.) কে নিয়ে কটূক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবকে গ্রেপ্তার এবং র্যাব কর্মকর্তা আলেপের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদী মসজিদের সামনে এসে বিক্ষোভ মিছিল করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ফয়সাল প্রিন্স বলেন, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ বেড়েছে। এমনকি ধর্ষকরা নির্ভয়ে ধর্ষণ চালিয়ে যাচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা আমাদের চোখে পড়ছে না। আমরা আমাদের মা-বোনদের নিরাপত্তার স্বার্থে এবং ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছি, একত্রিত হয়েছি। প্রয়োজনে আবারও আন্দোলনে নামবেন বলেও জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আশরাফ আলী সোহান বলেন, শিক্ষা কমিশনের সেই রাখাল রাহা, যে তার মুসলিম নাম পরিত্যাগ করে রাখাল রাহা রেখেছিল। সে আল্লাহ ও রাসূল (সা.)কে নিয়ে কবিতা এবং ফেসবুক পোস্টের মাধ্যমে জঘন্যতম কটূক্তি করেছে। আমরা ইতোমধ্যে জানতে তাকে শিক্ষা কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে।
কিন্তু আমরা চাই প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বাদ দেওয়া হোক এবং সেই প্রজ্ঞাপনের বাদ দেওয়ার কারণটাও যেন উল্লেখ করা হয়। সেইসাথে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে র্যাব কর্মকর্তা আলেপের শাস্তির দাবিও জানান তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর