
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম নাসির উদ্দিন বলেছেন, আমরা রোহিঙ্গাদের ঠেকানোর চেষ্টা করছি। কিন্তু রিলিফের (ত্রাণ) আশায় অনেকে স্বেচ্ছায় রোহিঙ্গা হচ্ছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসির (আরএফইডির) নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান অন্য চার নির্বাচন কমিশনার ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, আমরা রোহিঙ্গাদের ঠেকানোর চেষ্টা করছি। নানা ধরনের রিলিফ বা ত্রাণের আশায় অনেক বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছেন। কক্সবাজার এলাকায় বাড়ি বাড়ি ভোটার তালিকা করতে গিয়ে এমন তথ্য পেয়েছি।
তিনি বলেন, স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে বিয়ে হচ্ছে। অনেক সময় স্বামী রোহিঙ্গা, স্ত্রী বাংলাদেশি। আবার স্ত্রী বাংলাদেশি, স্বামী রোহিঙ্গা। এমন তথ্য আমরা পাচ্ছি।
তিনি বলেন, সরকার ঐকমত্য কমিশন করেছে। যার মেয়াদ ছয় মাস। তাহলে মিনিমাম সংস্কার যদি হয় তবে ডিসেম্বরে নির্বাচন করতে হবে। আর ডিসেম্বরে করতে হলে অক্টোবরে তফশিল ঘোষণা করতে হবে। এখন ভোটার তালিকাসহ অন্যান্য প্রস্তুতি নিতে হচ্ছে। ভোটার তালিকা যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে তো আগের মতোই কবর থেকেই এসে ভোট দিয়ে যাবে।
আমি অবাক হয়েছি যে এ পর্যন্ত প্রায়, ১৭ লাখ মৃত ভোটারকে ইতিমধ্যে তালিকা থেকে কর্তন করা হয়েছে। এরাই কবর থেকে এসে ভোট দিয়েছে গণমাধ্যমে যে খবর আসতো। এই সংখ্যা আরো বাড়বে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর