
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ভালোবাসা দিবসে বিয়ে করেছেন নির্মাতা আদনান আল রাজীবকে। বিয়ের দেড় সপ্তাহ পর নিজের ফেসবুক পেজে প্রথমবারের মতো স্বামীর সঙ্গে তোলা পাঁচটি ছবি প্রকাশ করেছেন তিনি।
আজ (সোমবার) দুপুরে ফেসবুকে এক আবেগঘন পোস্টে নিজেদের প্রেমের গল্প শেয়ার করেন মেহজাবীন। তিনি লেখেন, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে প্রথম দেখা হয় তাঁর। সেই বিশেষ মুহূর্তের স্মৃতিচারণা করে তিনি লেখেন,
"একটা ছেলে এসেছিল দেখা করতে; বাঁকা দাঁত, মিষ্টি হাসি। এক শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, সে রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়েছিল। মাত্র ১৫ মিনিট আমরা কথা বলি, এরপর সে চলে যায়; যাওয়ার সময় মনে হলো, আমার হৃদয়ের একটা অংশ যেন চলে গেল।"
এরপর দীর্ঘ ১৩ বছরের পথচলা। বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্কের চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে ভালোবাসা দিবসে এক হওয়ার সিদ্ধান্ত নেন এই তারকা যুগল।
পোস্টে মেহজাবীন আরও লেখেন, "১৩ বছর পর, আমরা এখানে পৌঁছেছি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, সব সাফল্য একসঙ্গে উদ্যাপন করেছি, দুঃসময় পার করেছি। সাত বছরের বন্ধুত্ব নাকি আজীবন স্থায়ী হয়; আমরা প্রায় দ্বিগুণ সময় পার করেছি। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের বন্ধন চিরস্থায়ী হয়েছে, শপথ করেছি হাত হাত রেখে চলব। আদনান আল রাজীব, জীবনের সেরা বন্ধু হিসেবে তোমাকে পছন্দ করেছি।"
ভক্ত-অনুসারীদের কাছে নতুন জীবনের জন্য দোয়া চেয়ে পোস্টের শেষে #৪৬৯৪_দিন হ্যাশট্যাগ ব্যবহার করেন অভিনেত্রী, যা সম্ভবত তাঁদের সম্পর্কের সময়কাল নির্দেশ করে।
মেহজাবীন ও আদনানের এই নতুন পথচলায় শুভকামনা জানিয়েছেন সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
সর্বশেষ খবর