
দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীব। আজ (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন সম্পন্ন হবে।
এর আগে, রোববার (২৩ ফেব্রুয়ারি) হয়েছে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। সেই আয়োজন ছিল বেশ ঘরোয়া ও ব্যক্তিগত, যেখানে অতিথিদের ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে ছিল কঠোর বিধিনিষেধ। তবে সব সতর্কতা সত্ত্বেও কিছু মুহূর্ত ফাঁস হয়ে গেছে সামাজিক মাধ্যমে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
ফাঁস হওয়া ছবিগুলোতে দেখা যায়, মেহজাবীন ও রাজীব হাস্যোজ্জ্বল, উচ্ছ্বসিত মুহূর্ত কাটাচ্ছেন। অনুষ্ঠানে ছিল একটি ব্যান্ডদলও, যা ইঙ্গিত দেয় যে, বিয়ের এই উৎসবে নাচ-গানে দারুণভাবে মেতে উঠেছিলেন এই তারকা যুগল।
জানা গেছে, ঢাকার বাইরে একটি রিসোর্টে বেশ কয়েকদিন ধরে বিয়ের প্রস্তুতি চলছিল। গতকাল সকাল থেকেই সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত হতে শুরু করেন। বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও এই বিশেষ আয়োজনে অংশ নেন।
এর আগে, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্দ সম্পন্ন করেন মেহজাবীন ও রাজীব। দেড় সপ্তাহ পর, বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নিজেদের সম্পর্কের গল্প শেয়ার করেন অভিনেত্রী। ফেসবুকে আবেগঘন পোস্টে তিনি লেখেন, “১৩ বছর পর, আমরা এখানে পৌঁছেছি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি, সব সাফল্য একসঙ্গে উদ্যাপন করেছি, দুঃসময় পার করেছি। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আমাদের বন্ধন চিরস্থায়ী হয়েছে, শপথ করেছি হাত হাত রেখে চলব।”
এই তারকা জুটির নতুন পথচলায় শুভেচ্ছার বন্যা বইছে ভক্ত ও সহকর্মীদের মধ্যে।
সর্বশেষ খবর