
নাটোরের সিংড়ায় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুল রহিম, ডাহিয়া ইউনিয়নের সচিব একেএম আজাদ, তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হানিফ, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ম-সাধারণ রবিন খান, চ্যানেল এসএর সাংবাদিক আবু সাইদ'সহ আরো অনেকে।
এর আগে বিকেল সাড়ে ৩টায় একটি র্যালি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে হলরুমে গিয়ে শেষ হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর