
ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় পরকীয়া প্রেমিক ইমাম হোসেন এর এলোপাথাড়ি দায়ের কোপে সীমা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে আগানগর সেতু টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ইমন হোসেন নামের এক যুবক জনৈক নাজিম উদ্দিনের ভাড়া বাড়িতে দেখা করার জন্য প্রবেশ করে পরকীয়া প্রেমিকা সীমা বেগমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তার ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে ইমাম হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তাকে এলাকাবাসী ধরে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় গুরুতর আহত সীমা বেগমকে নিয়ে গেলে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নেয়ার পথে মারা যায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় ইমন হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর