
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে প্রেসক্লাবের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আব্দুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সিনিয়র সাংবাদিক ও নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন ফকির। অনুষ্ঠান সঞ্চালনা করে নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব এম এম মাহবুবুর রশিদ লাবলু।
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য সাইফুল ইসলাম তুহিন, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম, নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান সবুজ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আশিকুর রহমান বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। গণমাধ্যম সঠিকভাবে কাজ করার সুযোগ পেলে এবং মানুষ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে উন্নতি হবে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তিনি বলেন ছাত্রদলে কোন চাঁদাবাজ সন্ত্রাসের স্থান নাই।
এ সময় জেলা ছাত্রদলের সহ সভাপতি রুমেল হোসেন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক রিদওয়ানুল ইসলাম নিশান, সহ সাধারণ সম্পাদক জিসানুর রহমান, প্রচার সম্পাদক শৈশব আহমেদ জামাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী আল মামুন, পৌর ছাত্রদলের সদস্য সচিব জয়নুল আবেদীন, নড়াইল সরকার ভিক্টোরিয়া কলেজের আহ্বায়ক আরিফ হাসান, যুগ্ম আহ্বায়ক লিয়ন সিকদার, সদস্য সচিব তানভির রহমান তনু, আব্দুল হাই সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব হৃদয় শর্মাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর