
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান মন্তব্য করেছেন, ছাত্ররা এখন কোনো রাজনৈতিক দল করছে না, তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত কিছু সমন্বয়ক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। তিনি বলেন, "এরা সাবেক ছাত্র, বর্তমানে তারা ছাত্র নয়।"
এসময় তিনি ৫ আগস্টের ঐতিহাসিক অভ্যুত্থান সম্পর্কে বলেন, তার পেছনে প্রধান নায়ক ছিলেন দেশনায়ক তারেক রহমান এবং মূল শক্তি ছিল ছাত্রদল। তবে, তিনি আরও বলেন, "তোমরা ব্যানার নিবে না। সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাই থাকবে।"
এড. আহমেদ আযম খান রাজনীতি করার পন্থা নিয়ে বলেন, "মার্সিডিজ উপঢৌকন নিয়ে, হেলিকপ্টারে ঘুরে রাজনীতি করা সম্ভব নয়। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে, রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে।"
এদিন (২৬ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের সখীপুর সরকারি কলেজে (প্রস্তাবিত) নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম হেলাল উদ্দিন আহমেদ। কলেজের অধ্যাপক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, তোফাজ্জল হোসেন, সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, ইউসিসিএ লি: চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর