
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সমাজ মাধ্যমে ফেক আইডি দিয়ে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সাংবাদিকদের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরসভার কলেজপাড়ায় বাধঁন কমিউনিটি সেন্টারে সভায় আখাউড়ার সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক মানবজমিনের আখাউড়া প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন লিটন সভায় সভাপতিত্ব করেন। এসময় সিনিয়র সাংবাদিক মো. হান্নান খাদেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মো. নাসির উদ্দিন, মো. সাইফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, নুরুন্নবী ভুইয়া, মো. ফজলে রাব্বী, জুটন বণিক, রুবেল আহমেদ, মো. তাজবীর আহমেদ, মো. জালাল হোসেন মামুন, মোহাম্মদ আবীর।
বক্তারা বলেন, কিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি আখাউড়া টিভি,আখাউড়ার তাজা খবর, জনতার কথা, জেলাসী মাস্টার, বিষাক্ত মায়া সহ আরও কয়েকটি ফেক আইডি দিয়ে আখাউড়ার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এতে আখাউড়ার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্ন ঘটার উপক্রম হয়েছে।
সভায় এসব ফেইক আইডির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। এসময় সভায় আখাউড়ার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ফেক আইডি দিয়ে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট প্রশাসনকে ওই সব ফেক আইডির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।
এসময় সভায় আরও উপস্থিত ছিলেন, আশীষ সাহা, মো. আনিসুর রহমান, মো. নাজমুল আহমেদ রনি,মো. সাদ্দাম হোসেন, মো. জুনাইদ আহমেদ, মো. ইসমাইল হোসেন, মো. হাসান মাহমুদ পারভেজ প্রমুখ। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর