
নেত্রকোনায় পুকুরে মাছ চুরি ঠেকাতে পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁধন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা এলাকার অমল দাসের ফিসারিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে মাছ চুরি বন্ধ করার জন্য অমল দাস সম্প্রতি পুকুর পাড়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে জিআই তার দিয়ে ফাঁদ পাতা রাখেন। ধারণা করা হচ্ছে, বাঁধন মিয়া রাতে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বৃহস্পতিবার সকালে ফিসারির ১০ নম্বর পুকুরের দক্ষিণ ও পশ্চিম পাড়ে তাঁর মৃতদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ পুকুরের মালিক অমল দাসের একজন কর্মীকে আটক করেছে। তবে, ঘটনার বিষয়ে অমল দাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর