
জামালপুরে সরিষাবাড়ীতে মমিনুল ইসলাম মমিন (১৮) নামের এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। অপরদিকে বিদ্যুৎপিষ্ট হয়ে মোস্তফা মিয়া (৪০) নামের অপর যুবকের মৃত্যু ও মাদ্রাসা শিক্ষার্থী তামিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার ডোয়াইল এবং কামরাবাদ ও পিংনা ইউনিয়নে পৃথক তিনটি ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নানার সাথে ওরশ শরীফে মেলা দেখতে গিয়ে মমিনুল ইসলাম মমিন নামের কিশোরের মিলল লাশ পরমানন্দপুর এলাকার একটি ধানক্ষেতে। বৃহস্পতিবার সকালে পরমানন্দপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে ঐ কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার মোসুদ্দি ইউনিয়নের বড় ঝোপনা গ্রামের মোফাজ্জল হোসেনের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী পুত্র ডোয়াইল ইউনিয়নে নানা বাড়ীতে বেড়াতে আসে। রাতে নানার সাথে মোসুদ্দি মাজার ওরস শরীফে বেড়াতে গিয়ে হারিয়ে যায়। পরদিন সকালে ডোয়াইল ইউনিয়নের ঝিনাই নদীর পাশে ধান ক্ষেতে মমিনের লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানা পুলিশ।
অপরদিকে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের পাছ বড়বাড়ীয়া এলাকায় ধানক্ষেতে পানিসেচ দিতে গিয়ে সেচপাম্পের বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মোস্তফা মন্ডল (৪২) নামে এক কৃষক মারা যায়। নিহত কৃষক মোস্তফা মন্ডল উপজেলার কামরাবাদ ইউনিয়নের মৃত পেঁচা মন্ডলের পুত্র। পরিবারের সদস্যরা গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান শাওন তাকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়াও, পিংনা ইউনিয়নের কাওয়ামারা পূর্বপাড়া গ্রামের আসাদুলের পুত্র মাদ্রাসা শিক্ষার্থী তামিম গলায় ফাঁস দিয়ে মারা গেছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চাঁদ মিয়া বলেন, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর