
সরকারি তিতুমীর কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিভাগীয় প্রধানরা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ বলেন,বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি কলেজে যোগদান করে ভালো লাগছে। এই কলেজের অনেক বৈশিষ্ট্য রয়েছে—এখানে অসংখ্য ছাত্র ও শিক্ষক রয়েছেন, পড়ালেখার জন্য একটি চমৎকার পরিবেশ রয়েছে, এবং প্রয়োজনীয় সব সুবিধা বিদ্যমান।
তিনি আরো বলেন, অধ্যক্ষ হিসেবে আমার দায়িত্ব হলো কলেজের অ্যাকাডেমিক উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন এবং সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটানো। আমি ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ নিয়ে কলেজকে আরও উন্নত করার পরিকল্পনা করব। একটি ভারসাম্যপূর্ণ ও সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা কিছু প্রয়োজন, তার সবই করব।
উল্লেখ্য, অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ এর আগে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর