
নাটোরের লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. নাজমুল হক। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তিনি থানার পুলিশ পরিদর্শকের (তদন্ত) নিকট দায়িত্ব গ্রহণ করেন।
যোগদানের পর ওসি নাজমুল হক বলেন, লালপুর থানাকে সেবা গ্রহণের আদর্শ স্থান ও অনন্য দৃষ্টান্ত স্থাপনে ভূমিকা পালন করবেন। সরকারের কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। মাদক, সন্ত্রাস, হ্যাকার নির্মূল, অবৈধ সকল কার্যক্রম বন্ধে যথাযথ পদক্ষেপ নেবেন। দেশ ও জনগণের স্বার্থে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এসব কার্যক্রম সফল করতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
রাজশাহীর কাটাখালিতে ১৯৭৯ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন মো. নাজমুল হক। তিনি রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ওসি মো. নাজমুল হক ২০০৪ সালে তিনি সাব ইন্সপেক্টর হিসেবে নাটোরে কর্মজীবন শুরু করেন। এরপর ২০১৩ সালে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০২০ সালের ৮ মে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বাগাতিপাড়া মডেল থানায় যোগদান করেন। তিনি ২০২১ সালে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা পদক ও সনদপত্র পান।
আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়। তিনি পদাধিকার বলে লালপুর থানা মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর