
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা পৌর শাখা।
নেত্রকোনা পৌর সভার আমির মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান মাস আমাদের মাঝে অত্যাসন্ন। অশ্লীলতা, ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করতে হবে। মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি।
সমাবেশ শেষে মিছিলটি বড় মসজিদ থেকে শুরু হয়ে শহরের তেরি বাজার, বড় বাজার হয়ে পৌরসভার সামনে এসে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মো. নিজাম উদ্দিন, জেলা ওলামা বিভাগের সভাপতি, মাওলানা নুরুল্লাহ ভূইয়া, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, জেলা তারবিয়াহ সেক্রেটারি মাওলানা বদরুল আমিন, জেলা অফিস সেক্রেটারি এস এম আল আমিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক মিলন, সদর উপজেলার আমির মাওলানা ওয়ালি উল্লাহ, পৌর জামায়াতের নায়েবে আমির ডাঃ আবুল হোসেন তালুকদারসহ পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর