
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নারী কেলেঙ্কারি ও দেহব্যবসার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আনেহলা ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ঝাড়ুমিছিল ও মানববন্ধন করেছেন আনেহলা ইউনিয়ন বিএনপিরসহ স্থানীয় জনগণ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে আনেহলা ইউনিয়নের চাটাকুড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় বহিষ্কারের খুশিতে মিষ্টি বিতরণ করা হয়েছে।
মানববন্ধনে বিএনপির একটি অংশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন পেশার লোক অংশ নেন। অংশগ্রহণকারীরা ঝাড়ু হাতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সাবেক নেতা আব্দুল লতিফের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা দাবি করেন, দল থেকে বহিষ্কারের পরও আব্দুল লতিফ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করছেন।
স্থানীয় বাসিন্দা মো. হাসান আলী বলেন, আমরা চাই, রাজনৈতিক দলগুলো নীতির সঙ্গে চলুক। যারা নিজের স্বার্থের জন্য দলকে বিক্রি করতে চায়, তাদের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ হওয়া উচিত।
যুবদল নেতা খন্দকার আল আমীন বলেন, দলের ভেতরে যারা বিভ্রান্তি ছড়ায়, তাদের চিরতরে বের করে দেওয়া হোক। বহিষ্কারই প্রমাণ করে যে আব্দুল লতিফের কার্যকলাপ বিএনপি সমর্থন করে না।
আরও বক্তব্য দেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আলামিন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি হলো জনগণের দল। এখানে আব্দুল লতিফের মতো চরিত্রহীন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোনো স্থান নেই।
এ নিয়ে একাধিক বার ফোন করেও সাবেক ওই নেতা আব্দুল লতিফকে পাওয়া যায় নি।
উল্লেখ্য, রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির দলীয় ভাবমূর্তি ভঙ্গের দায়ে সাংগঠনিক কমিটির সিদ্ধান্ত মতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দলের সব ধরনের কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর