
অবৈধভাবে পাহাড়ি লালমাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঘাটাইল উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ভোর রাত ৪টা পর্যন্ত এক যৌথ অভিযানে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ, আনসার ও সেনাবাহিনী সদস্যরা অংশ নেন। অভিযানের সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড়ি লালমাটি কাটার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— উপজেলার সংগ্রামপুরের মৃত আ. রশিদের ছেলে আ. রাজ্জাক, আমুয়া বাইদের মৃত আ. মজিদের ছেলে মো. সেলিম আল মামুন ও কুড়িপাড়ার জয়েন মণ্ডলের ছেলে লাল মোহাম্মদ।
তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে একটি ট্রাক রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয় এবং আরও একটি ট্রাক জব্দ করা হয়।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড়ি মাটি কাটার বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর