
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া পশ্চিম পাড়ায় এক রাতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। চুরির ঘটনায় বেশ কয়েকটি পরিবার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। চুরির ঘটনায় ভুক্তভোগীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
গ্রামবাসীরা জানান, চুরি ও ডাকাতির ভয়ে তারা রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না। সন্ধ্যার পর থেকে গ্রামের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। বিশেষ করে যারা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তারা সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। এ ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী প্রশাসনের কাছে দুষ্কৃতকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী মো. ইয়াছিন আলী (৪০) জানান, তার বাড়িতে সিঁধ কেটে চোরেরা একটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে গেছে। এক সপ্তাহ আগেও তার অটোরিকশা চুরি হয়েছিল, ফলে তিনি বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন।
একই রাতে মো. মজিবরের বাড়িতেও চুরি হয়। তিনি জানান, তার বাড়ি থেকে নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। একই গ্রামের বাসিন্দা মো. জুয়েল মিয়ার বাড়ি থেকেও স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা ও মোবাইল ফোন চুরি হয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, "এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর