
দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে ও পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নাটোরের লালপুর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) বিকেলে সাড়ে ৪টায় লালপুর উপজেলা জামায়াতের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি লালপুর থানা মোড়, লালপুর পাবলিক লাইব্রেরি মোড় প্রদক্ষিণ করে ত্রিমোহিনী চত্বরে এসে সমবেত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন লালপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. মাসুদ রানা, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, নাটোর জেলা কর্মপরিষদ সদস্য উজ্জ্বল হোসেন, নাটোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদ হাসান প্রমুখ। এছাড়াও জামায়াত শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আবুল কালাম আজাদ মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এখানে কিছু বানান ও বাক্য গঠন সংশোধন করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর