
চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (১৯) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ মার্চ) রাত আনুমানিক ১১ টার দিকে বাঁশখালী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তার মৃত্যু হয়।
জাহিদুল ইসলাম বাঁশখালী পৌরসভা ১নং ওয়ার্ড ভাদালিয়া গ্রামের বাচুর বাপের বাড়ির মৃত হাবিব উল্লাহর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মাস দুয়েক আগে মরণঘাতী ক্যানসারে আক্রান্ত হয়ে জাহিদুল ইসলামের বাবা মারা যান। কয়েক বছর ধরে রিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করত জাহিদ। সে-ই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
স্থানীয়রা জানান, ঘটনাটি দুর্গম এলাকায় সংঘটিত হওয়ায় সরেজমিনে কেউ প্রত্যক্ষ করতে পারেননি। তবে স্থানীয়দের ধারণা, রিকশা ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে জাহিদুল ইসলাম খুন হয়ে থাকতে পারেন।
শনিবার রাত ১০টার দিকে কয়েকজন পথচারী নিহত জাহিদুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অনিক বড়ুয়া জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে মৃত অবস্থায় জাহিদকে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর