
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্টে’ স্বেচ্ছাসেবক লীগের কুর্শি ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক মিজানুর রহমান তৌফিক কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার কুর্শি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন জানান।
গ্রেফতারকৃত মিজানুর রহমান তৌফিক উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শী-ষাইটকাহন গ্রামের মৃত অনু মিয়া পুত্র ও কুর্শি ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্মআহবায়ক বটে।
ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান তৌফিক এর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা রয়েছে। নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন।
তিনি বলেন, গ্রেফতারকৃতকে আগামীকাল সকালে হবিগঞ্জ আদালতে পাঠানো হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর