
বগুড়া সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে পারভেজ ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আতিকুর রহমান (২৯) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টায় সদরের মালতী নগর খন্দকার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত পারভেজ শহরের মালতীনগর নতুনপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, তারাবি নামাজ শেষে দুই বন্ধু গল্প করছিল। এসময় দুষ্কৃতকারীরা তাদেরকে অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজুর ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত আতিকুর রহমান বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বর্তমান শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর