
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম মমিন, চন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুবুর রহমান ও লালমনিরহাট জেলা পরিষদের সাবেক সদস্য মোসফিতাফিজার রহমান বুলেটকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৩ মার্চ) মধ্যরাতে তাদের তিনজনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক তাদের আটকের সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে হত্যা মামলায় থাকার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর