
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাকের ধাক্কায় জাহানারা বেওয়া (৭১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার রায়গঞ্জ বাজার রোডে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধা পার্শ্ববর্তী উপজেলা ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বামনেরকুটি গ্রামের মৃত মোফাজ্জল মন্ডলের স্ত্রী বলে জানা গেছে।
জানা যায়, মৃত জাহানারা বেগম রায়গঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে সড়ক পারাপারের সময় ভূরুঙ্গামারীগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর