
ঢাকার সাভারের আশুলিয়া থানায় মঙ্গলবার (৪ মার্চ) ঘটেছে একটি বিতর্কিত ঘটনা। বিএনপি অফিসের পিয়ন পরিচয় দেওয়া সুমন নামে এক ব্যক্তি আশুলিয়া থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে ‘ছাত্রলীগের ওসি’ বলে উল্লেখ করেন।
এ সময় সুমন নিজেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পরিচিত ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মিন্টুর ভাগিনা হিসেবে পরিচয় দেন।
সুমনের অভিযোগে বলা হয়, ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের লিয়াকত-বাবু কমিটিতে সদস্য ছিলেন, তবে অন্য কেউ দাবি করছেন তিনি ছাত্রদলের সদস্য ছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রতিবেদনও প্রকাশিত হয়েছে, যা আরও বিতর্ক সৃষ্টি করেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম ডাবলু জানান, দুটি সুপারিশপত্রের মধ্যে একটি সত্য, তবে ছাত্রলীগের দাবি মিথ্যা। তিনি বলেন, “যদি আমি ছাত্রলীগের হয়ে থাকতাম, তাহলে ঢাকার ভালো থানায় ওসিগিরি করতে পারতাম। এগুলো সব ফেক (ভুয়া)। আমি তখন তদন্ত ওসি হতে পারিনি, ওসি তো দূরের কথা।”
তিনি আরও বলেন, “এই সুপারিশ নিতে আমি বাধ্য হয়েছিলাম, এটা দেখানোর কিছু নেই। আমি চাকরি করি এবং এটা আমার ছাত্রজীবনের বিষয়, যেটা পেছনে ফেলা উচিত। তবে, একটি কমিটিতে ছিলাম, তাই সুপারিশ এনেছি।”
উল্লেখ্য, মোহাম্মদ মনিরুল হক ডাবলু সোমবার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন। তার যোগদানের পর পুরো সাভার অঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর