
রাজবাড়ী ও মাগুরা জেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে এক মাসেরও বেশি সময় ধরে কুমির ঘুরছে। কখনো একটি, কখনো তিন থেকে চারটি কুমির একসঙ্গে নদীতে দেখা যাচ্ছে। এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে নদী তীরবর্তী মানুষের মধ্যে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে ড্রোন দিয়ে ধারণ করা হয়, এবং এতে দেখা যায় একটি বড় আকারের কুমির নদীতে ভেসে বেড়াচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামের মোহনের ঘাট এলাকায় কুমিরটি অবস্থান করছে। তারা বলেন, "নদীর পানি যখন বেশি ছিল, তখন এখানে কুমির এসেছে। এখন নদীর পানি কিছুটা কমে গেছে, কিন্তু কুমিরগুলো এখনও মাঝেমধ্যে ভেসে উঠছে। প্রায় এক মাস ধরে প্রতিদিন দুই থেকে তিনবার নদীতে কুমির দেখা যাচ্ছে।"
এ ঘটনায় নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ প্রতিদিন শত শত মানুষ নদীতে গোসল, জামা-কাপড় ধোয়া এবং অন্যান্য দৈনন্দিন কাজের জন্য নদীর পানি ব্যবহার করেন। এখন কেউ আর নদীতে নামতে সাহস পাচ্ছেন না।
পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহরিয়ার সুফল মাহমুদ বলেন, "প্রায় দেড় মাস আগে নদীতে কুমির দেখা যায়। প্রথমে মনে হয়েছিল এটি চলে যাবে, কিন্তু এখন মাঝেমধ্যে কুমির দেখা যাচ্ছে। উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত হয়েছে।"
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আবু দারদা জানান, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা মূলক মাইকিং এবং ব্যানার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসককেও বিষয়টি অবহিত করা হয়েছে, এবং জেলা বন কর্মকর্তাকে পত্র দিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর