
ঢাকার সাভারে ইটভাটা ভাঙার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটার মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর দেড়টা থেকে তারা ঢাকা আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করেন, যার ফলে উভয় পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।
মহাসড়ক অবরোধকারীরা জানান, সম্প্রতি হাইকোর্টের নির্দেশে সাভারে বেশ কয়েকটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শত শত মালিক ও শ্রমিক সেখানে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন। তারা প্রশাসনকে অনুরোধ জানিয়ে বলেন, আর যেন নতুন করে ইটভাটা ভাঙা না হয় এবং তাদের দাবি পুরণ করতে প্রশাসনকে পদক্ষেপ নিতে আহ্বান জানান।
পরে, বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী অবরোধকারীদের ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর