
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ফিরোজ হায়দার খান সারা দেশে জিগজ্যাগ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা না করার জন্য প্রশাসনকে হুশিয়ারি উচ্চারণ করেছেন।
তিনি বলেন, "জিগজ্যাগ ইটভাটায় আর একটি মোবাইল কোর্ট আপনারা করবেন না। সেনাবাহিনীকে এই ঝামেলায় জড়িয়ে তাদের প্রশ্নবিদ্ধ করবেন না। আগামীতে যদি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, তবে আমরা তা প্রতিহত করবো।"
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ ভবনের সামনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির মির্জাপুর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফিরোজ হায়দার খান আরও বলেন, "কিছু বড় কোম্পানি ইটভাটা শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। সরকারের সাথে আমাদের কোন বিরোধ নেই, তবে তারা আমাদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করাচ্ছে।"
তিনি উল্লেখ করেন যে, "জিগজ্যাগ পদ্ধতির বাইরে দেশে প্রায় সাড়ে ৩ হাজার ইটভাটা রয়েছে এবং সেগুলো বন্ধ করতে তাদের কোনো আপত্তি নেই। তবে কেন শুধুমাত্র জিগজ্যাগ ইটভাটায় অভিযান চালানো হচ্ছে, চিমনি ভাঙা হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে?"
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আগামীতে যদি জিগজ্যাগ ভাটায় অভিযান পরিচালনা করা হয়, তাহলে আমরা তা প্রতিহত করবো।" তিনি ২০১৯ সালের ইটভাটা আইন বাতিলসহ চলমান সমস্যার সমাধান না করা হলে ঈদের পর সারাদেশে রাস্তাঘাট বন্ধ করে দেশ অচল করার হুমকি দেন এবং ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করবেন না বলেও ঘোষণা করেন।
বিক্ষোভ সমাবেশ শেষে, ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের কাছে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বরাবর ৭ দফা সংবলিত একটি স্মারকলিপি তুলে দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর