
ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি আক্কেলপুর উপজেলা শাখার নের্তৃবৃন্দরা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানার দপ্তরে স্মারকলিপি দেন তারা। এসময় তারা ইটভাটায় মোবাইল কোর্টে জরিমানা ও ভাঙচুর না করার দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের রাস্তা-ঘাট, ঘর-বাড়ি নির্মাণসহ সকল উন্নয়ন অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহৃত রেখেছি। দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ ভাটা স্থাপন করি, যা জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসাবে পরিচিত।
তারা অভিযোগ করে বলেন, এই শিল্পে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত আছে এবং তাদের পরিবারের রুটি রুজির ব্যবস্থা হয় এই শিল্প থেকে। এটি বন্ধ হয়ে গেলে তারা বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রতিটি ইটভাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন যা প্রায় ৮ হাজার কোটি টাকা, এই ভাটা সমূহ বন্ধ হয়ে গেলে সমুদয় ব্যাংক লোন অনাদায়ি থেকে যাবে। ইটভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব সরকারকে দিয়ে থাকেন।
মানববন্ধনে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আবুল খায়ের বলেন, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজিওয়ানা হাসান আন্তরিক হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে জিগজ্যাগ ইটভাটার সমস্যা সমাধান হচ্ছে না। সবার আগে ড্রাম চিমনি, ফিক্সড চিমনি ও লাকড়ি দিয়ে পোড়ানো ইটভাটা সম্পূর্ণ বন্ধ করতে হবে। কিন্তু তাহা না করে তার বিপরীতমুখী অবস্থান নিয়ে বৈধ পদ্ধতির জিগজ্যাগ ইটভাটায় জরিমানা ও ভাঙচুর করছেন আমরা কোন অবস্থাতেই মেনে নেব না।
মানব বন্ধনে ইটভাটা মালিকদের সাথে শতাধিক শ্রমিকরাও উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর