
খাগড়াছড়ি জেলার প্রবীণ সাংবাদিক ও গুইমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম (৬৩) আর নেই ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে গুইমারায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানি করছেন খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতারা। পৃথক পৃথক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
প্রবীণ সাংবাদিক নুরুল আলমের মৃত্যুতে এ জেলার সকল সংবাদকর্মী ও খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর