
নবীগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ রব্বান মিয়া(৪০) কে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে।
গত সোমবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেনের দিক নির্দেশনা ও নেতৃত্বে এসআই সাদরুল হাসান খান, এএসআই হিল্লোল তালুকদার, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআই রুহুল আমিন, এএসআই সাইদুল হক, এএসআই সুমন্ত কুমার নাথ ও সঙ্গীয় ফোর্স রব্বান মিয়ার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় তল্লাশিকালে তার ঘর থেকে একটি প্লাস্টিকের লাল রঙের গুলির খোসা, একটি কাঠের তৈরি টি-টেবিল, যার উপরের অংশের নিচে আটটি ষ্টার স্ক্রু এবং গুনা দ্বারা বাঁধা একটি পাইপগান পাওয়া যায়। পাইপগানটি দুটি কাঠের টুকরার মাধ্যমে আটটি স্ক্রু দ্বারা আটকানো ছিল। এছাড়া, একটি লাল রঙের ষ্টার স্ক্রুও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা নং-০৪ ধারা- ১৯(এ)/১৯(এফ) অস্ত্র আইনে, ১৮৭৮ মোতাবেক মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর