
রৌমারীতে এক মাদক কারবারির বাড়ির গোয়াল ঘর থেকে ১৪৩ বোতল বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার করেছে রৌমারী থানা পুলিশ। এ সময় শাকিল আহমেদ (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
মঙ্গলবার উপজেলার উত্তর বারবান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪৩ বোতল মদ এবং একজনকে আটক করা হয়। শাকিল আহমেদ উপজেলার উত্তর বারবান্দা গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।
রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ পরিদর্শক নন্দলাল চৌধুরী জানান, শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। গোপন খবরের ভিত্তিতে শাকিলের বাড়িতে অভিযান চালিয়ে গরু রাখার গোয়াল ঘরের মাটির নিচ থেকে ১৪৩ বোতল বিদেশী বিভিন্ন ব্রান্ডের মদ জব্দ করা হয়। এসময় মাদক কারবারি শাকিলকে আটক করা হয়। শাকিল আহমেদ এর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর