
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ডিঙ্গেদহ বাজারের দুটি প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
বুধবার বেলা ১২ টার দিকে হোটেল, ফলের দোকান, ঔষধ, সেমাই, মুড়ি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকির সময় জরিমানা করা হয়। এসময় অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা গেছে, ডিঙ্গেদহ বাজারের দোকানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার কারণে মো: আব্দুল গাফফার আল মামুন এর প্রতিষ্ঠান মেসার্স মাম ফুডেক্স ইন্ড্রাস্ট্রিজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর প্রতিষ্ঠান ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ব্যাথানাশক ঔষধ সংরক্ষণ করায় মো: সহিবুল হক প্রতিষ্ঠান মেসার্স এস আর ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানটি সার্বিক সহযোগিতায় ছিলেন মুশফিকুর রহিম, শিক্ষার্থী প্রতিনিধি, জনাব মো: রফিকুল ইসলাম, ক্যাব, সদস্য ও জেলা পুলিশের একটি টিম।
শাকিল/সাএ
সর্বশেষ খবর