
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ১৩ বস্তা ভারতীয় জিরা ও ইয়ার কন্ডিশনারসহ (এসি) আব্দুর রশিদ (৬০) নামে ১ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া থেকে ওইসব ভারতীয় পণ্য জব্দ ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, সংঘবদ্ধ চোরাকারবারিরা ভারতীয় পণ্য পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি চৌরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই এলাকার আব্দুর রশিদের বসতঘরে তল্লাশি চালিয়ে তার ঘরে রাখা ১৩ বস্তা ভারতীয় জিরা ও ২ টি ইয়ারকন্ডিশনার (এসি) উদ্ধার করে তা জব্দ করা হয়। একইসাথে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত আব্দুর রশিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার পর বুধবার দুপুরে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর