
চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৫ মার্চ) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ বিষয়ে পদক্ষেপ নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, রেজিস্টেশন কেন্দ্রের লম্বা লাইন ও ঠেলাঠেলি এড়াতে আগত ব্যক্তিবর্গকে ক্রমিক নম্বর উল্লেখপূর্বক টোকেন/ স্লিপ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা এবং এটি অনুসরণ করা হচ্ছে কিনা তা জেলা নির্বাচন কর্মকর্তাগণকে নিয়মিতভাবে তদারকি করার সিদ্ধান্ত হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর