
পথ যত দূরেরই হোক না কেন, তা জয় করার সংকল্প যদি দৃঢ় হয়, তবে জয় করা সম্ভব। তারই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কলেজ পড়ুয়া ছয় তরুণ। মাত্র ছয় দিনে পায়ে হেঁটে মানিকছড়ি থেকে সিলেটে পৌছেছেন তারা।
গত ২৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি উপজেলা সদর থেকে সিলেটের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওয়ানা দেন স্বপ্ন দ্রষ্টা গুইমারা সরকারি কলেজের শিক্ষার্থী মো. মনির চৌধুরী, মানিকছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ, মুহাম্মদ রাব্বি, ফটিকছড়ি কলেজের শিক্ষার্থী মো. আব্দুর রহমান, মাটিরাঙ্গা সরকারি কলেজের হাসান মাহমুদ ও এসএসসি পরীক্ষার্থী মো. রবিউল ফারুক। তারা সকলে মানিকছড়ি উপজেলার বাসিন্দা। তাদের লক্ষ্য ছিল পায়ে হেঁটে প্রায় ৩০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে সিলেটে যাবেন।
ভ্রমণের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টায় উপজেলা সদর থেকে পদযাত্রা শুরু করে হেয়াকো হয়ে বারৈয়ারহাট গিয়ে শেষ করেন। এরপর চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক ধরে ফেনী, চৌদ্দগ্রাম অতিক্রম করে কুমিল্লা পৌছায়। পরে সহজ পথ ধরে দিনে ও রাতে হেঁটে কসবা, মাধবপুর ও পুটিজুড়ি অতিক্রম করে আজ বুধবার (৫ই মার্চ) সকালে সিলেট শহরে প্রবেশ করেন। দীর্ঘ এ পথ পাড়ি দিতে তাদের যাত্রা বিরতি ও রাত্রিযাপন করতে হয়েছে মসজিদ, মাদরাসা, সার্কিট হাউজ, ডাকবাংলো ও হোটেলে।
উদ্যোক্তা ও তাদের দলনেতা মো. মনির চৌধুরী জানান, আমরা প্রায় দেখি অনেকেই মোটরসাইকেল, বাইসাইকেল ও বিভিন্ন যানবাহনে করে দেশের বিভিন্ন স্থান ভ্রমণে যায়। এতে নির্দিষ্ট স্থানে পৌছাতে বহু জায়গার উপর দিয়ে যেতে হয়, কিন্তু সেখানকার সুন্দর্য উপভোগ করার সুযোগ থাকে না। তাই পায়ে হেঁটে সিলেটে যাওয়ার কথা ভাবি এবং যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চিন্তা করি। তাছাড়া পার্বত্য খাগড়াছড়ি জেলা থেকে কেউ পায়ে হেঁটে এমন ভ্রমণ করেনি। তাই প্রথম এমন ভ্রমণের উদ্দ্যেশ্যে সহপাঠী ও পরিচিত অনেকের সাথে আমি আলোচনা করি। পরে আমরা ছয় জন পায়ে হেঁটে সিলেটে যাওয়ার সিদ্ধান্ত নেই। আজ তা পুরোপুরি সার্থক হয়েছে।
ফটিকছড়ি কলেজের শিক্ষার্থী মো. আব্দুর রহমান জানান, এ্যাডভেঞ্চারের ধারণা থেকে আমরা পায়ে হেঁটে সিলেটে যাওয়ার স্বপ্ন দেখি। ছয় বন্ধুর প্রবল ইচ্ছেশক্তি আর দৃঢ় সংকল্প থেকেই এই পদযাত্রা শুরু করি। দীর্ঘ ও নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে অবশেষে সিলেটে পৌছেছে আমরা আনন্দিত। তবে এ পথ পাড়ি দিতে নানা বেগ পেতে হলেও ভ্রমনের আনন্দে তা ভুলে গেছি। এ যাত্রায় তারা সিলেটে আসার পথে বিভিন্ন স্থানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন।
আজ বুধবার সিলেট থেকে যানবাহনে মানিকছড়ি ফিরেবেন বলে নিশ্চিত করেছেন ভ্রমণের উদ্যোক্তা ও তাদের দলনেতা মো. মনির চৌধুরী।
পথযাত্রার পাশাপাশি এদেশের তরুণ সমাজকে মাদক ছেড়ে দক্ষ নাগরিক হয়ে দেশ ও জাতির সমৃদ্ধির পথে এগিয়ে আসার বার্তা পৌছে দিতে চেয়েছেন এ ছয় তরুণ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর