
বগুড়ায় মাদক বিরোধী অভিযানে চেকপোস্ট বসিয়ে ২১ কেজি গাঁজাসহ পাঁচ কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন জেলায় বাস-সিএনজিসহ যানবাহনের যাত্রী সেজে দীর্ঘদিন ধরে মাদক পাচারে জড়িত বলে স্বীকার করেছে।
গতকাল বুধবার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল কাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সদরের বগুড়া রেলওয়ে এলাকায় অভিযান এবং ছোট বেলাইল অতিথি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করে ২১ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা- বগুড়া সদরের চকসূত্রাপুর হরিজন কলোনীর ঝন্টু বাসপর (২০), কাহালু উপজেলার ছোটবাখোরা এলাকার শাহিন বাদশা (৪৮), লালমনিরহাট সদরের ফুলগাছ ভারালদা বাজারের মামুনুর রশীদ মামুন (২৬), হাতিবান্ধা দক্ষিণ বাড়ইপাড়ার জাহিদুল ইসলাম (২৬) এবং মমিনুর রহমান (২৫)। মাদক উদ্ধার অভিযান তৎপরতায় সর্বসাধারণের তথ্য সহযোগিতা চেয়েছে র্যাব।
শাকিল/সাএ
সর্বশেষ খবর