
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের ঘনিষ্ঠ ব্যক্তি জয় বাংলা মানিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (৫ মার্চ) গড়েয়া এলাকা থেকে গভীর রাতে তাকে আটক করা হয়। স্থানীয়ভাবে ‘গড়েয়ার এমপি’ নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা আদায়সহ নানা অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর গড়েয়া এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছিল। তখন জয় বাংলা মানিক পুলিশকে ফোন করে মিথ্যা তথ্য দেন যে, গড়েয়ায় ব্যাংক ডাকাতি হচ্ছে।
এই ফোনের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এতে ছয়জন নিহত হন। এলাকাবাসীর দাবি, এই হত্যাকাণ্ডের জন্য মানিক প্রত্যক্ষভাবে দায়ী। কারণ তার দেওয়া ভুল তথ্যের কারণে নিরাপরাধ মানুষ প্রাণ হারিয়েছিল।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মানিককে আটক করেছি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর